Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

Title
45-day invitation to register births and deaths
Details

এতদ্বারা ০৬ নং পূর্ব গৌরীপুর ইউনিয়ননের সকল জনসাধারনের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, শিশুর জন্মের দিন হইতে ৪৫ দিন এবং মৃত ব্যক্তির মৃত্যুর দিন হইতে ৪৫ দিনের মধ্যে বিনা খরচে জন্ম মৃত্যু নিবন্ধন করা হচ্ছে। উক্ত সময়ের মধ্যে জন্ম মৃত্যু নিবন্ধনের জন্য তাগিদ দেওয়া যাচ্ছে। বর্ণিত সময়ে নিবন্ধন করিতে ব্যর্থ হলে আরোপিত ফিস সহ ১ বছরের মধ্যে জন্ম মৃত্যু নিবন্ধন করিতেই হইবে। অন্যথায় বিলম্বিত সময়ের জন্য দিনপ্রতি জরিমানা আরোপ করা হইবে। মনে রাখবেন জন্ম নিবন্ধন অনলাইন ছাড়া শিশুর ৪২ দিনের মধ্যে ১ম টিকা দিতে পারবেন না এবং মৃত্যু নিবন্ধন সনদ ছাড়া ওয়ারিশ সনদ পাবেন না। তাই যথাশীঘ্র জন্ম ও মৃত্যু নিবন্ধন সম্পন্ন করার জন্য অনুরোধ করা যাচ্ছে।

Attachments
Publish Date
20/02/2024
Archieve Date
01/02/2025